পরীক্ষামূলক
NewsBoxBD
ঢাকা মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন সেনাপ্রধান


নিউজ বক্স বিডি

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৪, ১১:১০ পিএম

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন সেনাপ্রধান

চার দিনব্যাপী ‘৩য় ক্রাউন সিমেন্ট কাপ গলফ টুর্নামেন্ট-২০২৪’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) ঢাকা সেনানিবাসের আর্মি গলফ ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আর্মি গলফ ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। 

এর আগের দিন শুক্রবার এই টুর্নামেন্টের উদ্বোধন করেন আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, চার দিনব্যাপী এই টুর্নামেন্টে মোট ৮৩৪ জন গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে সাফিন-উজ্জ-জামান উইনার, লে. কর্নেল কামরুজ্জামান রানার আপ এবং সালমা নাজমুল লেডিস উইনার হওয়ার কৃতিত্ব অর্জন করেন। সমাপনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, স্পন্সর, আর্মি গলফ ক্লাবের সদস্য, খেলোয়াড়সহ আমন্ত্রিতরা উপস্থিত ছিলেন।

Side banner
Link copied!